একদিকে সবুজের পরিমাণ যেমন কমতে দেওয়ার নয়, তেমনই সভ্যতার অগ্রগতিও থেমে থাকার নয়। এই দুইয়ের মাঝে ভারসাম্য কীভাবে আসবে তা নিয়ে নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই চমক দিয়েছেন সার্বিয়ার বিজ্ঞানীরা। তৈরি করেছেন ‘তরল উদ্ভিদ’বা Liquid Tree
পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া (Serbia)। তারই রাজধানী বেলগ্রাদ (Belgrade)। সেদেশের অন্যতম দূষিত শহর এটি। দূষণের মোকাবিলা করতে গিয়েই সেদেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই ‘তরল উদ্ভিদ’বা Liquid Tree. কী এটি?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এটিই সার্বিয়ার প্রথম Urban Photo-bioreactor. গ্রিনহাউস গ্যাস (Green House Gas) তৈরিতে লাগাম দেওয়া এবং শহরের আবহাওয়া আরও ভাল করার জন্য এর ব্য়বহার করা হয়েছে। এই যন্ত্রে রয়েছে ৬০০ লিটার জল এবং বিশেষ ধরনের মাইক্রো অ্যালগি (Microalgae), যেটি কার্বন ডাই অক্সাইড বিশ্লেষণ করে অক্সিজেন উৎপন্ন করে। আর এই কাজটি করে সালোকসংশ্লেষের (photosynthesis) মাধ্য়মে। এই প্রকল্প যে বিজ্ঞানীদের দল করেছে, তার অন্যতম সদস্য Dr. Ivan Spasojevic. তিনি বেলগ্রাদ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের গবেষক। তিনি জানাচ্ছেন, এই মাইক্রোঅ্যালগি কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষেত্রে সাধারণ উদ্ভিদের তুলনায় অন্তত ১০ থেকে ৫০ শতাংশ বেশি কার্যকরী। ১০ বছরের পুরনো ২টি গাছ বা ২০০ বর্গমিটার লন যতটা কার্বন ডাই অক্সাইড শুষে নিতে পারে, ততটাই করতে পারে এই ‘তরল উদ্ভিদ’বা Liquid Tree. তাহলে কি উদ্ভিদের জায়গা নেবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমনটা নয়। আদতে শহরের দূষিত এলাকায় যেখানে উদ্ভিদ সৃজন করা যাবে না সেখানে কাজে আসতে পারে এই ধরনের তরল উদ্ভিদ।
Scientists in Bahawalpur university (also known as Belgrade university, Serbia) has created liquid tree.
It cleans the air as much as two fully grown trees do.
Ideal for those urban areas where tree plantation is not possible.@theLahorewala pic.twitter.com/goXurkwUhf— Zulfiqar Ahmed 🤔 (@ZulfiqarAhmed69) April 4, 2023