চোট সারিয়ে দলে ফিরেই নজির গড়লেন কেএল রাহুল। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ২ হাজার ওয়ান ডে রান পূরণ করলেন তিনি। বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন রাহুল।
এদিকে, ভারতীয় একাদশে দুই বদল ঘটানো হয়েছে। দীর্ঘদিনের চোটের কারণে শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় খেলছেন কেএল রাহুল। আর যশপ্রীত বুমরা ফিরে এসে মহম্মদ শামিকে বাদ দিয়েছেন ভারতীয় দল।
একদিকে ভারতীয় দলে বদল, অন্যদিকে পাকিস্তান দলও শক্তিশালী। তাই এই ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।