দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি।

অভিন্ন সত্যকে লাভ করা প্রত্যেকটি মানুষের জীবনে অন্যতম প্রধান লক্ষ্য । কিন্তু এই সত্যকে লাভ করার জন্য যদি মনের দরজা কে বন্ধ করে ভ্রমটাকে রোখার চেষ্টা করা হয় তাহলে সত্য ও তার প্রবেশের পথ পায় না। তাই ভ্রম হওয়ার ভয়ে যদি কেউ তার মনের দরজা বন্ধ করে দেয় তবে সত্যের সামনেও তার প্রবেশ পথ বন্ধ হয়ে যায় ।যা কর্ম নির্বুদ্ধিতারই নামান্তর।

সত্য-মিথ্যা ,ঠিক -ভুল ,সৎ অসৎ এই সবকিছু একই মুদ্রার এপিঠ -ওপিঠ। একটিকে বাদ দিয়ে অন‍্যটির অস্তিত্ব অনুভব করা যায় না । একটিকে পেতে গেলে অন্যটির সান্নিধ্য লাভ করতেই হবে। সত্য, নিষ্ঠা, আত্মবিশ্বাস, কর্মোদ্যম থাকলেই অভ্রান্ত সত্যকে লাভ করা সম্ভব হয়। সত্যকে লাভ করতে হলে ,তাকে ঠিকমত বুঝতে হলে ভ্রমের কঠিন পথ ধরে চলতেই হবে। কারণ এই সান্তনাদায়ক পথ দিয়ে না চললে সত্যের প্রাসাদে পৌঁছানো কখনোই সম্ভব নয় । তাই সত্যকে লাভ করতে গেলে ভুল হওয়া একান্ত প্রয়োজন । ভুলের আলোয় মানুষকে ভুলের আলোয় মানুষকে ঠিক জিনিসটি চিনতে সাহায্য করে । তাই প্রত্যেকের মনে রাখা উচিত যে কোন কাজ করতে গেলে ভ্রান্তি ঘটবেই। কোন ব্যক্তি সাফল্যের উচ্চ শিখরে ভুলভ্রান্তি ছাড়া উঠতে পারে না । কারণ ভুল-ভ্রান্তির জীবনে এমন কিছু অভিজ্ঞতা সৃষ্টি করে যা সত্য কে চিনে নিতে সাহায্য করে । আর এই ভুলভ্রান্তি বিফলতার মধ্যে দিয়েই বহু আকাঙ্খিত সাফল্য ও সত্যকে জয় করা সম্ভব হবে। তাই ভুল-ভ্রান্তির ভয়ে মনের দরজা বন্ধ করলে সত্য ও প্রবেশ করতে পারবে না। এটি চরম নির্বুদ্ধিতারই পরিচায়ক । তাই মনের দরজা সর্বদা খুলে রাখাই বুদ্ধিমানের কাজ কাজ।

x

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Related Posts
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top