আইফোন ১৫ লঞ্চের আগের মুহূর্তে আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়, অফার আইফোন ১৩- তেও

আইফোন ১৫ সিরিজের আগমনকে সামনে রেখে, ফ্লিপকার্টে আইফোন ১৪-এর দাম কমেছে

আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৫ সিরিজ। তার আগেই, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে আইফোন ১৪-এর দাম কমেছে। iPhone 14 (PRODUCT) Red-এর দাম কমেছে ₹১৬,৯০১।

iPhone 14 (PRODUCT) Red-এর দাম কমেছে

লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ₹৭৯,৯০০। তবে তা কমে হয়েছে ₹৬৬,৯৯৯। এরপরেও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ₹৪০০০ ছাড় পাওয়া যাবে। ফলে, iPhone 14 (PRODUCT) Red-এর দাম আরও কমে হয়েছে ₹৬২,৯৯৯।

আইফোন ১৩-এর দামও কমেছে

ফ্লিপকার্টে এখন আইফোন ১৩-এর দাম ধার্য করা হয়েছে ₹৫৬,৯৯৯। এটাই সবচেয়ে কম দাম। সবচেয়ে ভাল বিষয় হল এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ট থাকলে ক্রেতারা এই ফোন পাবেন ₹৫৪,৯৯৯-এ।

আইফোন ১৫ সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্য

আইফোন ১৫ সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এছাড়াও, এই সিরিজে নতুন প্রসেসর, ক্যামেরা এবং ডিসপ্লে থাকতে পারে।

আইফোন ১৫ সিরিজের লঞ্চের সময়সূচী

অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তাদের Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে।

x

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Related Posts
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top