রিলায়ন্স জিও ও এয়ারটেলকে টেক্কা দিতে শীঘ্রই ভারতে এলন মাস্কের স্টারলিংকের অভিষেক

এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক শীঘ্রই ভারতে গ্রামগঞ্জের কোণে কোণে হাই-স্পিড ইন্টারনেট আনতে চলেছে! জিও ও এয়ারটেলের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এই নতুন প্রযুক্তি।

  • নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে ইতিমধ্যেই, শেয়ারহোল্ডিং স্পষ্ট করলেই লাইসেন্স পাবে স্টারলিংক।
  • গ্রামাঞ্চলে টাওয়ারের অপটিক্যাল ফাইবারের বাইরে 25 থেকে 220 Mbps গতির ইন্টারনেট দিতে পারে এই স্যাটেলাইট প্রযুক্তি।
  • 37,400 টাকার সরঞ্জাম ও 7,425 টাকা মাসিক খরচের আভাস, তবে চূড়ান্ত মূল্য ঘোষণা হয়নি।

দূরবর্তী এলাকা, পাহাড়, বন জঙ্গল – আর কোনো বাধা নেই! সরু গলি থেকে উঁচু পাহাড়, সব জায়গায় হইহই করে বইবে ইন্টারনেট ঢেউ। অপেক্ষা শুধু লাইসেন্সের, তারপরই চায়ের কাপে হাতে বসে গ্রাম থেকেও শহরের মতো অনলাইনে ঝাঁপিয়ে পড়তে পারবেন আপনি!

এই নতুন প্রযুক্তি কতটা সাফল্য লাভ করবে, তা সময়ই বলবে। তবে গ্রামের মানুষের হাতে স্মার্টফোন আর উঁচুতে মাস্কের স্যাটেলাইট – এই ছবি কল্পনা করলেই মনে হয়, ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায় ξεκινতে চলেছে ভারতে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
Scroll to Top